YOU WILL BE SUCCESS ONEDAY...!
একবার এক লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারলনা। আস্তে আস্তে দিনও কেটে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো, “এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবে?” দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, “আমি তিনটি মাছ চাই তবে একটি শর্ত আছে যে তিনটি মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব।” দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো “কি আজব মানুষ লোকটা। যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন?” এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে চার পাঁচটা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, “এই নাও, নিজের জন্য মাছ ধর।” একে একে তিনটি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগল। যাবার সময় দোকানদার জিজ্ঞেস করল, “আপনি যে মাছগুলো ধরলেন, সেগুলো ধরে আপনি কী অর্জন করলেন? আপনার সময়ও নষ্ট হল এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হল। লোকটি বলল, “তুমি বুঝবে না, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ-বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছো? তখন তাদেরকে আমি এই তিনটি মাছ দেখাবো, যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি কর...