Posts

YOU WILL BE SUCCESS ONEDAY...!

একবার এক লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারলনা। আস্তে আস্তে দিনও কেটে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো, “এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবে?” দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, “আমি তিনটি মাছ চাই তবে একটি শর্ত আছে যে তিনটি মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব।” দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো “কি আজব মানুষ লোকটা। যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন?” এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে চার পাঁচটা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, “এই নাও, নিজের জন্য মাছ ধর।” একে একে তিনটি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগল। যাবার সময় দোকানদার জিজ্ঞেস করল, “আপনি যে মাছগুলো ধরলেন, সেগুলো ধরে আপনি কী অর্জন করলেন? আপনার সময়ও নষ্ট হল এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হল। লোকটি বলল, “তুমি বুঝবে না, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ-বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছো? তখন তাদেরকে আমি এই তিনটি মাছ দেখাবো, যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি কর

VALUE OF TIME....!!!

  অনুপ্রেরণার গল্প :- সময়ের মূল্য দুই বন্ধু ছিল সায়ন এবং অয়ন । দুজনে ছােটবেলা থেকে খুব ভালাে বন্ধু এবং পড়াশােনায়ও খুব ভালাে। দুইজনেরই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করার।‌তারা প্রতিদিনই এই নিয়ে আলােচনা করত কবে তাদের এমন দিন আসবে যবে তারা সারা বিশ্ব ভ্রমণ করবে। এইভাবে সায়ন ও অয়ন বড় হতে লাগল। কিছুকাল পর দুজনই একি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হল। এতদিন দুজনের জীবনে একই ভাবে চলছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবনে অনেক পরিবর্তন হয়ে গেল । সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশােনা না‌ করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম‌ পাস করে অন্যদিকে অয়ন বেশিরভাগ সময় পড়াশােনা করে আর ফ্রী টাইমে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। একদিন অয়ন সায়ন কে বলল তুই কিন্তু পড়াশােনা করছিস না এরকম চললে তুই ফেল করবি।এই শুনে সায়ান বললাে আরে এই তাে সময় লাইফ এনজয় করার এখন না করলে কি বুড়াে হলে করবাে। এই ভাবে দিন কাটতে লাগলাে। অয়ন প্রতিদিন পড়াশােনা প্রজেক্ট এসব নিয়ে সময় কাটাতাে আর সায়ন সারাদিন আচ্ছা মুভি,মােবাইল , এসব নিয়ে সময় কাটাতাে।এইভাবে চার বছর কেটে গেল, চার বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি আসত